বোর্ড সভার তারিখ জানিয়েছে ১১ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : গ্রামীনফোন, মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্স, মুন্নু এগ্রো, দেশবন্ধু পলিমার, তমিজউদ্দিন টেক্সটাইল, রানার অটোমোবাইল, ফার কেমিক্যাল, এমএল ডাইং, আরএন স্পিনিং এবং এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড।
কোম্পানিগুলোর মধ্যে রানার অটোমোবাইলের ২৪ জানুয়ারি বিকাল ৩টায়, দেশবন্ধু পলিমারের ২৪ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ডের ২৪ জানুয়ারি বিকাল ৩টায়, ফার কেমিক্যালের ২৪ জানুয়ারি বিকাল ৪টায়, এমএল ডাইংয়ের ২৪ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, আরএন স্পিনিংয়ের বোর্ড সভা ২৪ জানুয়ারি বিকাল ৩টায়মুন্নু সিরামিকের ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায়, মুন্নু ফেব্রিক্সের ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়, মুন্নু এগ্রোর ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, তমিজউদ্দিন টেক্সটাইলের ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায়, গ্রামীণফোনের ২৬ জানয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
শেয়ারনিউজ, ১৯ জানুয়ারি ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |