নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) ডিএসইর ২০ খাতের মধ্যে আট খাতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। খাতগুলো হলো- ট্যানারী, ওষুধ ও রসায়ন, সিরামিক, বস্ত্র, বিবিধ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে ট্যানারী খাতের শেয়ার। খাতটির ৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টির বা ৮৩.৩৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে এপেক্স ট্যানারীর ৫.২৭ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৩.৪৬ শতাংশ, লিগ্যাসি ফুটের ২.৫৬ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৫টির বা ৮০.৬৫ শতাংশ কোম্পানির। দর কমেছে ৫টির বা ১৬.১৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৩.২৩ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে গ্লোবাল হেবি কেমিক্যালের ৯.৮৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৩৫ শতাংশ, এসিআই লিমিটেডের ৭.৩৫ শতাংশ।
সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৪টির বা ৮০ শতাংশ কোম্পানির। দর কমেছে ১টির বা ২০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে শাইনপুকুর সিরামিকের ৪.১১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২.৬৬ শতাংশ।
বস্ত্র খাতে ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৪০টির বা ৬৭.৮০ শতাংশ কোম্পানির। দর কমেছে ১৩টির বা ২২.০৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৬টির বা ১০.১৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে দেশ গার্মেন্টসের ৮.৭১ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৭৯ শতাংশ,সোনারগাঁও টেক্সটাইলের ৭.৭৩ শতাংশ, ডেলটা স্পিনিংয়ের ৫.৪৫ শতাংশ।
বিবিধ খাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৮টির বা ৬১.৫৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৫টির বা ৩৮.৪৬ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে সিনোবাংলার ৬.৬৬ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৫.২৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪.২০ শতাংশ।
বিদ্যুৎ জ্বালানি খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১২টির বা ৫২.১৭ শতাংশ কোম্পানির। দর কমেছে ১০টির বা ৪৩.৪৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৩৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে ডেসকোর ২.৫০ শতাংশ, লিন্ডে বিডির ১.৮২ শতাংশ।
এছাড়া, ভ্রমণ ও অবকাশ এবং পাট খাতের শতভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে।