ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ৫ জ্যৈষ্ঠ ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার পাগলের মতো ডলার কিনে এখন ধরা শেয়ারবাজারে চলছে হাই-লো ভোল্টেজের দৌড়াদৌড়ি বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি স্পটে মার্কেটে যাচ্ছে পাঁচ কোম্পানি ডিভিডেন্ড প্রেরণ করেছে সিঙ্গার বিডি বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন বিক্রেতা উধাও দুই কোম্পানির
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » শেয়ারবাজার
Print

গ্রামীণফোনের আয় সাড়ে ১৪ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ২০২১ অর্থবছরে ১৪ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটরটির এই আয় আগের বছরের তুলনায় ২.৫০ শতাংশ বেশি।

কোম্পানিটি ২০২১ সালের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৫.৩০ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি নিয়ে ২০২১ সালে গ্রামীণফোনে যুক্ত হয়েছেন ৪২ লাখ নতুন গ্রাহক। সব মিলিয়ে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত টেলিকম খাতের প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩৩ লাখ। মোট গ্রাহকের ৫৩.৫০ বা ৪ কোটি ৪৬ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করেন। যার প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘২০২১ সালে গ্রামীণফোন বেশ কিছু মাইলফলক অর্জন করেছে। ফেব্রুয়ারির শুরুতে আমরা আট কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করি এবং মার্চ মাসে আমরা ১০.৪ মেগাহার্টজ নতুন তরঙ্গ অধিগ্রহণ করি। মার্চে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে গ্রামীণফোন দেশজুড়ে এর শতভাগ টাওয়ার সবচেয়ে বিস্তৃত ফোরজি/এলটিই নেটওয়ার্কের আওতাভুক্ত করে, যা গ্রামীণফোনের জন্য অত্যন্ত সম্মানের।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে গ্রামীণফোন ক্ষমতায়নে এবং দেশের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বছরজুড়ে আমরা নেটওয়ার্ক বিস্তার ও তরঙ্গ ব্যবহারে অগ্রাধিকার দিই, যার ফলে আমাদের গ্রাহকরা আরও উন্নত অভিজ্ঞতা লাভ করেন। এ ছাড়া কার্যক্রমগত পরিচালন, গ্রাহককেন্দ্রিক পণ্য বিন্যাস, সেবার ডিজিটালকরণ এবং ডিজিটাল সক্ষমতার ফলে আরও বেশিসংখ্যক গ্রাহক তাদের পছন্দের ডিজিটাল ও টেলিযোগাযোগ সেবাদাতা হিসেবে গ্রামীণফোনকে বেছে নেন।’

গ্রামীণফোনের সিইও বলেন, ‘৮ কোটি ৩৩ লাখ গ্রাহক নিয়ে আমরা ২০২১ সাল শেষ করি, যা গত বছরের তুলনায় ৫.৩০ শতাংশ বেশি। আগের বছরের তুলনায় ডাটা ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে ৮ শতাংশ। ফোরজি ডাটা ব্যবহারকারী বেড়েছে ৭৯ লাখ, প্রবৃদ্ধি হয়েছে ৩৯.৭০ শতাংশ।’

ইয়াসির আজমান বলেন, ‘বাংলাদেশ কোভিড-১৯-এর সর্বোচ্চ ঢেউ ও পরবর্তী সময়ে লকডাউনসহ চলমান বৈশ্বিক মহামারির কারণে গত বছর নানা ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হয়েছে। এর মধ্যে আমাদের কর্মী, পার্টনার, অংশীজন এবং স্থানীয় কমিউনিটির রেজিলিয়েন্সের কারণে আমরা নিরলসভাবে আমাদের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা প্রদান করতে পেরেছি।’

তিনি বলেন,‘আমাদের কৌশলগত লক্ষ্যের অংশ হিসেবে, আমাদের গ্রাহকদের অত্যাধুনিক মোবাইল সেবার পরিবর্তিত চাহিদা মেটাতে আমরা রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ ত্বরান্বিত করেছি এবং এর বিস্তৃতি ঘটিয়েছি। পরিচালন মডেল, অটোমেশন একীভূতকরণ, দক্ষতার উন্নতি ও সক্ষমতা তৈরিতে গুরুত্বারোপ করে এ বছর আমরা আধুনিকায়নকে মূল বিষয় হিসেবে বিবেচনা করেছি। দক্ষতা, সক্ষমতা ও প্রয়োজনীয় টুল ব্যবহারের সঠিক সমন্বয় আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ক্ষেত্রেও ধারাবাহিকভাবে চালিকাশক্তি হিসেবে কাজ করবে।’

গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার (সিএফও) বলেন, ‘নেটওয়ার্ক ও অভিজ্ঞতা উন্নত করার কারণে বেশিসংখ্যক ব্যবহারকারী ও ব্যবহারের ফলে ২০২১ সালে গ্রামীণফোনের আর্থিক পারফরম্যান্সের ক্ষেত্রে উন্নতি ঘটেছে। পুরো বছরে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৩ কোটি টাকা। ২০২১ সালে নিট মুনাফা মার্জিন দাঁড়িয়েছে ২৩.৯০ শতাংশ।’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সভায় ২০২১ সালের জন্য প্রতি শেয়ারে ১২ টাকা ৫০ পয়সা চূড়ান্ত ডিভিডেন্ড প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোট ডিভিডেন্ড দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের ২৫০ শতাংশ, যা ২০২১ সালের মোট কর-পরবর্তী মুনাফার ৯৮.৮৯ শতাংশ (১২৫ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ডসহ)।

এর আগে অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ (প্রতি শেয়ারে ১২ টাকা ৫০ পয়সা) ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি, যা শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমাও হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে গ্রামীণফোন ৬৫৪ কোটি টাকা নেটওয়ার্ক কাভারেজ ও বিস্তৃতিতে বিনিয়োগ করেছে। গ্রামীফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০১। প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, শুল্ক, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ বাবদ ১০ হাজার ২৮০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা মোট রাজস্বের ৭১.৮০ শতাংশ।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার

বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার

শেয়ারবাজারে চলছে হাই-লো ভোল্টেজের দৌড়াদৌড়ি

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি

স্পটে মার্কেটে যাচ্ছে পাঁচ কোম্পানি

ডিভিডেন্ড প্রেরণ করেছে সিঙ্গার বিডি

বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

বিক্রেতা উধাও দুই কোম্পানির

শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা

রোববার বিডি পেইন্টসের আইপিও আবেদন শুরু

ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা

শেয়ারবাজার - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • পাগলের মতো ডলার কিনে এখন ধরা
  • শেয়ারবাজারে চলছে হাই-লো ভোল্টেজের দৌড়াদৌড়ি
  • স্পটে মার্কেটে যাচ্ছে পাঁচ কোম্পানি
  • বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা
  • আইপিএল-এর ইতিহাসে বিরল ঘটনা
  • এক জাহাজ পেট্রল কেনার টাকাও নেই শ্রীলঙ্কার
  • শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা
  • বোর্ড সভার তারিখ জানাল ৩ কোম্পানি
  • সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
  • কান চলচ্চিত্র উৎসবে অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে অনন্ত-বর্ষা
  • খোলা বাজারে কমেছে ডলারের দাম
  • পুতিনের স্বাস্থ্যের অবনতি, তলপেটে অস্ত্রোপচার: ব্রিটিশ দৈনিক
  • তাইজুলের ঘূর্ণিতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
  • লেনদেনের শীর্ষে থেকেও কুপোকাত মৌলভিত্তির শেয়ার
  • শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী মাহবুবুর রহমান গ্রেপ্তার
  • শেয়ারবাজার
  • বৃহস্পতিবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • শেয়ারবাজারে চলছে হাই-লো ভোল্টেজের দৌড়াদৌড়ি
  • বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি
  • স্পটে মার্কেটে যাচ্ছে পাঁচ কোম্পানি
  • ডিভিডেন্ড প্রেরণ করেছে সিঙ্গার বিডি
  • বন্ধ বিও হিসাব থেকে লেনদেনে নতুন নির্দেশনা
  • ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
  • বিক্রেতা উধাও দুই কোম্পানির
  • শেয়ার ক্রয়-বিক্রয় ঘোষণা
  • রোববার বিডি পেইন্টসের আইপিও আবেদন শুরু
  • ইনভেস্টএশিয়া গ্রোথ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা
  • আজ আসছে দুই কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
  • বোর্ড সভার তারিখ জানাল ৩ কোম্পানি
  • সুহৃদ ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
  • লেনদেনের শীর্ষে থেকেও কুপোকাত মৌলভিত্তির শেয়ার
  • শেয়ারবাজার নিয়ে গুজব সৃষ্টিকারী মাহবুবুর রহমান গ্রেপ্তার
  • বন্ধ বিও থেকে শেয়ার সেল, ব্যাখ্যা দিয়েছে ব্র্যাক ইপিএল
  • আশার আলো দেখাল ৩ কোম্পানি
  • বাজার উত্থা‌নের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution