নিজস্ব প্রতিবেদক: তিন দিনের ব্যবধানে শেয়ারবাজারে আরও একটি নতুন শেয়ারের লেনদেন শুরু হয়েছে। বুধবার লেনদেনে আসা কোম্পানিটি হল উনিয়ন ব্যাংক লিমিটেড।
কোম্পানিটির শেয়ার শেয়ারবাজারে এসে প্রথম দিনেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। দ্বিতীয় দিনও আগেরদিনের পদাঙ্কই অনুসরণ করেছে।
বুধবার ব্যাংক খাতের এই কোম্পানিসহ ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা দাঁড়াল ৩৪৮টি। এর সঙ্গে মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার মিলিয়ে তালিকাভুক্ত মোট প্রতিষ্ঠান হল ৪০০টি।
এর আগে গত সোমবার দুই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড।
বুধবার প্রথম দিনে ইউনিয়ন ব্যাংকের শেয়ার ১০ শতাংশ দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১১ টাকায় বেচাকেনা হলেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই শেয়ার হাতবদল হয়েছে মাত্র ৪০ হাজার ২৬৫টি।
আরও দাম বাড়ার আশায় আইপিওতে শেয়ার পাওয়া বিনিয়োগকারীদের অধিকাংশই এটি বিক্রি করতে চাননি। এই কারণে দ্বিতীয় দিন বৃহস্পতিবারও এর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এদিন এর দর উঠেছে ১২ টাকা ১০ পয়সায়। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ১ লাখ ৮ হাজার ৫৩৭টি শেয়ার। যার বাজার মূল্য ১৩ লাখ ১৩ হাজার ২৯৭ টাকা।
আইপিওতে শেয়ার ছেড়ে ৪২৮ কোটি টাকা পেল ইউনিয়ন ব্যাংক। ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়েছে।
শেয়ারবাজারে কোম্পানিটির মোট ৯৮ কোটি ৬৯ লাখটি ৩৩ হাজার ৭৬০টি শেয়ার আছে। এর মধ্যে ৫৬ দশমিক ৫০ শতাংশ আছে পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২ দশমিক ৬৬ শতাংশ শেয়ার আছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮৬ কোটি ৯৩ লাখ টাকা এবং রিজার্ভের পরিমাণ ৩৫৬ কোটি ৬৩ লাখ টাকা।