তরুণীর প্রশ্নে লজ্জায় হতবাক ক্রিকেট তারকা
নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার ইমাম-উল-হকের সঙ্গে একটি টিভি শোতে কথোপকথন হচ্ছিন এক সুন্দরী মেয়ে দর্শকের।
এক পর্যায়ে সুন্দরী মেয়ে দর্শক ইমাম-উল-হককে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। জি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শোটি চলাকালীন ওই মেয়েটি ইমাম-উল হকের সামনেই উপস্থিত ছিলেন। তিনি তারকা ক্রিকেটারকে জিজ্ঞাস করেন- ‘আপনি কি আমাকে বিয়ে করবেন?’
তরুণীর হঠাৎ এমন প্রশ্নে হতবাক হওয়ার পাশাপাশি লজ্জাও পেয়ে যান পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল হকের ভাতিজা ইমাম-উল হক।
পরে অবশ্য হাসি চেপে রেখে ইমাম জিজ্ঞেস করলেন এই ব্যাপারে আমি কী বলতে পারি।
এমন জিজ্ঞাসায় মেয়েটি ইমাম-উলকে নিরাশ না করার জন্য অনুরোধ করে বলেন- এর জন্য আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।
এরপর পাকিস্তানের তারকা ওপেনার বলেন, আপাতত আমার বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে আমার মনোযোগ ক্রিকেটের দিকে। যখন বিয়ের সময় হবে, তখন দেখা যাবে।
ইমাম-উল হক আরও বলেন, বাবর আজম (পাকিস্তানের বর্তমান অধিনায়ক) আগে বিয়ে করবেন, তারপর আমি আমার বিয়ের ব্যাপারে চিন্তা করব।
এর আগে ২০১৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইমাম-উল হকের।
তারপর থেকে পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট, ৪৯টি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি খেলে ১১টি সেঞ্চুরি আর ১৫টি ফিফটির সাহায্যে ৩ হাজার ১৯৭ রান সংগ্রহ করেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ইমাম-উল হক।
পরপর দুই ম্যাচে টানা (১০৩ ও ১০৬) সেঞ্চুরি করা ইমাম সিরিজের শেষ ম্যাচে ৮৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চত করেন।
শেয়ারনিউজ, ১৩ মে ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |