নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৮-১২ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের তালিকায় ১০ কোম্পানি ছিল জেএমআই হসপিটাল, বেক্সিমকো লিমিটেড, এসিআই ফর্মুলেশন, শাইনপুকুর সিরামিকস, আইপিডিসি ফাইন্যান্স, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা, আরডি ফুড, ফরচুন সুজ এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে পাঁচ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার ফলে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল কোম্পানিগুলো। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, এসিআই ফর্মুলেশন, শাইনপুকুর সিরামিকস, আরডি ফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ারে বড় বিনিয়োগকারীরা বাই মুডে থাকায় কোম্পানিগুলোর লেনদেন যেমন বেড়েছে, তেমনি শেয়ারের দারও বেড়েছে। চলতি সপ্তাহেও বড় বিনিয়োগকারীরা যদি বাই মুডে থাকে তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে তেজিভাব থাকতে পারে। আর বড় বিনিয়োগকারীরা যদি মুনাফা তোলার জন্য সেল মুডে থাকে, কোম্পানিগুলোর শেয়ারে সংশোধন প্রবণতা দেখা দিতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই শেয়ারদরই সপ্তাহের ব্যবধানে অনেক বেড়েছে। তাই কোম্পানিগুলোর শেয়ারে নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে হিসাব-নিকাশ করে এগুতে হবে। কারণ বড় বিনিয়োগকারীরা শেয়ারগুলো থেকে মুনাফা তোলার প্রক্রিয়ায় থাকতে পারেন। তাহলে কোম্পানিগুলোর শেয়ার দরে অবশ্যই সংশোধন হবে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮৬ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯১ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৫.১৯ শতাংশ। এই কোম্পানিটি গত মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। ইস্যু মূল্য ২০ টাকা থেকে কোম্পানিটির দর ৯১ টাকা ২০ পয়সায় উঠেছে। যে কারণে কোম্পানিটির শেয়ার নতুন বিনিয়োগের জন্য ‘বার্নিং পয়েন্টে’ রয়েছে।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসিআই ফর্মুলেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭ লাখ ৮১ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৬৭ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২২০ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫২ টাকা ৯০ পয়সা বা ৩২.৪৯ শতাংশ। উল্লেখ্য, কোম্পানিটির শেয়ারদর গত দুই বছরের বর্তমানে সর্বোচ্চ দরে উঠেছে।
লেনদেনের চতুর্থ দখল করেছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৪ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৭ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৩ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৩৮.২৬ শতাংশ। উল্লেখ্য, কোম্পানিটির শেয়ারদর গত দুই বছরের বর্তমানে সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে।
লেনদেনের তালিকার অষ্টম স্থানে রয়েছে আরডি ফুড। সপ্তাহজুড়ে কোম্পনিটির ২ কোটি ২১ লাখ ৯৮ হাজার ৪৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৬২ শতাংশ। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৪ টাকা। সাত মাসের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বর্তমানে ৬১ টাকার উপরে লেনদেন হচ্ছে।
ইস্টার্ন হাউজিং লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৭ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৪ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ১২.০৬ শতাংশ। উল্লেখ্য, দুই মাসে আগে কোম্পানিটির শেয়ারদর ৪৯ টাকার নিচে ছিল। চলতি মাসে কোম্পানিটির শেয়ারদর দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে।