নিজস্ব প্রতিবেদক: এক মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাকে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে ভারতের রাজস্থানের পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, রোববার রাজ্যের জয়পুরে নয়াদিল্লি পুলিশের একটি দল এই অভিযান চালায়।
রাজস্থানের জনস্বাস্থ্য প্রকৌশল মন্ত্রী মহেশ যোশীর ছেলে রোহিত যোশীর বিরুদ্ধে ২৩ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পিটিআই পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘ধর্ষণকাণ্ডে অভিযুক্ত রোহিতকে ধরতে আমাদের কর্মকর্তারা জয়পুরে পৌঁছেছেন। তিনি পলাতক। তার সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।’
প্রতিবেদনে বলা হয়, গত ৮ মে দিল্লির সদর বাজার থানায় ধর্ষণের এই অভিযোগ আনেন তরুণী। তিনি জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত তাকে কয়েক দফা ধর্ষণ করা হয়।
ওই তরুণীর অভিযোগ, ফেসবুকের মাধ্যমে রোহিতের সঙ্গে পরিচয় তার। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। রোহিত জানান, তিনি তার স্ত্রীর ওপর বিরক্ত। এরপরই সম্পর্ক গড়ায় প্রেমের দিকে।
সম্পর্কের এক পর্যায়ে তরুণীর অনিচ্ছাতেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। এরপর কয়েকবার তরুণীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের সেসব ভিডিও ফেসবুকে আপলোড করার ভয় দেখিয়ে তাকে বারবার ধর্ষণ করা হয়।
ওই তরুণী তাকে ধর্ষণের অভিযোগ এনে জানান, একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত আগস্টে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তার গর্ভপাতও করা হয়। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।