নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা পাকিস্তানকে দাস বানিয়েছে। সাধারণ মানুষ কোনো অবস্থাতেই তাদের দেশে আমদানি করা সরকার মেনে নেবে না।
রোববার (১৫ মে) ফয়সালাবাদে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে বিলাওয়াল ভুট্টো আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ চাইতে যাচ্ছেন।
ইমরান খান আরও বলেছেন, বিলাওয়াল এবং তার বাবা আসিফ আলী জারদারি তাদের সম্পদ লুকিয়ে রেখেছেন, তা যুক্তরাষ্ট্র জানে। তাই কোনো অবস্থাতেই বিলাওয়াল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অসন্তুষ্ট করতে চাইবেন না। নইলে তাকে সব হারাতে হবে।
তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান ইমরান খান বলেছেন, আমেরিকা কোনো আক্রমণ ছাড়াই পাকিস্তানকে একটি দাস দেশে পরিণত করেছে। আর তাই দেশের জনগণ কোনো অবস্থাতেই সরকারকে মেনে নেবে না।
এদিকে, শিয়ালকোটে এক জনসভায় ইমরান বলেছিলেন যে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তিনি এ বিষয়ে একটি ভিডিও রেকর্ড করেছেন যাতে ষড়যন্ত্রে জড়িতদের নাম রয়েছে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তার কিছু হলে ভিডিওটি প্রকাশ করা হবে।