নিজস্ব প্রতিবেদক : নায়িকারা যতো বেশি খোলামেলা হন, তাদের ততো কাটতি। সেজন্য বোধহয় নায়িকাদের মধ্যে খোলামেলা ছবি পোজ দেওয়ার এতো প্রতিযোগিতা।
তেমিন ঘটেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ক্ষেত্রে। তিনি যখনই ক্যামেরার সামনে আসছেন তখনই যেন সোরগোল বেধে যাচ্ছে। অভিনয়ের জন্য ক্যামেরারা সমানে আসলেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা। আবার স্থিরচিত্রের জন্য ক্যামেরার সমানে আসলেও তিনি উঠে যান আলোচনার তুঙ্গে।
সোমবার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন বাঁধন। ১৭ ঘণ্টাতে সেই অ্যালবামে রিয়্যাকশন ৭ দশমিক ৩ কে, ৩৮৫ কমেন্ট। মন্তব্যে সবাই জানাচ্ছেন মুগ্ধতার কথা।
সম্প্রতি মিডিয়ার শিরোনামে থাকা এই নায়িকা টেলি সিনে অ্যাওয়ার্ড নিতে কলকাতায় গিয়ে ছবিগুলো তুলেছেন। ছবিগুলো তুলে দিয়েছেন সামি নামের এক আলোকচিত্রী।
ফেসবুকে সামিকে ক্রেডিটও দিয়েছেন বাঁধন। ছবিতে অভিনেত্রীকে অলংকৃত করেছে যেসব অলংকার সেগুলো সিক্স ইয়ার্ড স্টোরি প্রতিষ্ঠানের।
মন্তব্যকারীদের মতে অলংকারের পাশাপাশি বাঁধনকে আরও মোহনীয় করে তুলেছে কালো রংয়ের শাড়িটি। এই শাড়িটি করুতন্ত্র প্রতিষ্ঠানের।
মন্তব্যকারীরা নানা শব্দ ও অভিব্যক্তিতে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন বাঁধনকে। আবার অনেকে কটুক্তি করতে ছাড়েননি।