নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৫টির বা ৯১.০২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আরডি ফুডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার আরডি ফুডের দর ছিল ৫৮ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৪.৯৮ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে আরডি ফুড ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে সোনারবাংলা ইন্সুরেন্সের ৪.৯১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৪.৮৬ শতাংশ, রেনইউক যজ্ঞেশ্বরের ৪.৮৫ শতাংশ, জুট স্পিনার্সের ৪.৮৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৭১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৪.৬২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৪.৫৬ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৪.৫৫ শতাংশ, মাইড্যাস ফাইন্যান্সের ৪.৪৭ শতাংশ দর কমেছে।