নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে সাড়ে ২৭ পয়েন্ট। সূচকের এমন পতনে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো তিন মেগা কোম্পানি। এই তিন কোম্পানির দায়ে আজ ডিএসইর সূচকের পতন হয়েছে ২৪.২৪ পয়েন্ট। যা মোট পতনের ৫২ শতাংশ। এই তিন মেগা কোম্পানির মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সূত্রমতে, আজ ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড সবচেয়ে বেশি সূচক টেনে নামিয়েছে। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৬.৬৯ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৩৪ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৬.৬৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫৩ টাকা ৬০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৮৭ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৬.০২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০৬ টাকা ৯০ পয়সায়।