নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত পরপত্র অনুসারে জেলা প্রশাসককে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসককে (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সদস্যসচিব করে আলোচনা বহির্ভূত যে কমিটি গঠন করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশকে (আইইবি)।
আজ সোমবার (১৬ মে) সন্ধ্যার পর আইইবির শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে আইইবির নির্বাহী কমিটি ও বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে গত ১৫ মার্চ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব ও আইইবির কেন্দ্রীয় নেতাদের ত্রিপাক্ষিক সভার কার্যবিবরণী পর্যালোচনা করা হয়। ওই সভার সভাপতি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আইইবির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে যেসব সিদ্ধান্ত দিয়েছিলেন সভার কার্যবিবরণীতে তার ব্যত্যয় ঘটে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সোমবারের বৈঠক থেকে বলা হয়, আইএমইডির পক্ষে মাঠ পর্যায়ে এডিপিভূক্ত (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের নিমিত্তে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইএমইডি ও আইইবির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি এ বিষয়ে সুপারিশ পাঠাবে মর্মে সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিদ্ধান্ত দেন। কিন্তু তা উপেক্ষা করে ও আইইবিকে না জানিয়ে আলোচনা বহির্ভূত যে কমিটি গঠন করা হয়েছে তা কোনোভাবেই আইইবির নিকট গ্রহণযোগ্য নয়।
উক্ত বৈঠকের পর্যালোচনায় বলা হয়, প্রকল্পের পরিবীক্ষণ সংক্রান্ত বিষয়ে আইএমইডি কর্তৃক নির্ধারিত পাঁচ থেকে ছয়টি ছক রয়েছে এবং সেগুলো পূরণ করে প্রত্যেক প্রকল্প পরিচালক নিয়মিতভাবে আইএমইডিকে সকল প্রকল্পের তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
আইইবি ১৫ মার্চের ত্রিপাক্ষিক সভার কার্যবিবরণী অনুযায়ী আলোচনা বহির্ভূত পরিদর্শন কমিটি বাতিলপূর্বক সভায় অংশ নেওয়া সব পক্ষের মতামত সাপেক্ষে খসড়া চূড়ান্ত করার পর সংশোধিত কার্যবিবরণীটি পুনরায় প্রকাশ করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে।
বৈঠকে জনপ্রশাসন, আইএমইডি ও আইইবির প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি মাঠ পর্যায় থেকে কিভাবে উন্নয়ন প্রকল্পের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এই বিষয়ে একটি সুপারিশ প্রণয়ন করবে।
বিষয়গুলো নিয়ে উদ্ভুত জটিলতা এড়ানোর স্বার্থে আইইবি নেতাদের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
উপরোক্ত বিষয়গুলোর সুরাহা না হলে আইইবি কঠোর আন্দোলন কর্মসূচি নেবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভা ও বৈঠকে সভাপতিত্ব করেন আইইবি সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা। এতে আইইবি নির্বাহী কমিটির সদস্য, আইইবির প্রাক্তন সভাপতি ও বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।