নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ডভিত্তিক ভবন নির্মাণসামগ্রী বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম লিমিটেড তার ভারতীয় কার্যক্রম দেশটির অন্যতম ধনকুবের গৌতম আদানির কাছে বিক্রি করতে রাজি হয়েছে। বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী এই ব্যক্তি এই পদক্ষেপের মধ্য দিয়ে সিমেন্ট ব্যবসা শুরু করছেন।
লাফার্জহোলসিমনের এই খবরের প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে পড়েছে। যার কারণে ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে। আজ দিনভরই শেয়ারটির দর ঊর্ধ্বমুখী থেকে লেনদেন হয়েছে। তবে বোম্বে স্টক এক্সচেঞ্জে আজ শেয়ারটির দর বেড়েছে ৮ শতাংশের বেশি। বিক্রির খবরে ছুটছে শেয়ারটির দর।
যদিও গৌতম আদানি কিনছে ভারতের লাফার্জহোলসিম সিমেন্ট, বাংলাদেশের লাফার্জহোলসিম সিমেন্ট নয়। তারপরও একটি সুযোগ সন্ধানী গোষ্ঠি এই খবরটিকে পুঁজি করে শেয়ারদর বাড়ানোর চেষ্টা করছে। যে কারণে আজ পতনের দিনেও কোম্পানিটির শেয়ারদর ঊধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়। এক পর্যায়ে শেয়ারটির দর ৭৫ টাকা ২০ পয়সায় উঠে যায়। যা আগেরদিনের চেয়ে ৩ টাকা ৩০ পয়সা বা ৪.৫৮ শতাংশ বেশি। দিনশেষে শেয়ারটির দর ক্লোজিং হয় ৭৪ টাকা ৭০ পয়সায়। যা আগেরদিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৩.৮৯ শতাংশ বেশি।
জানতে চাইলে এক আর্থিক প্রতিষ্ঠানের সিইও শেয়ারনিউজকে বলেন, কোম্পানিটির যে খবর প্রকাশিত হয়েছে, তা ভারতের অংশের জন্য, বাংলাদেশের অংশের জন্য নয়। এই খবরের কারণে আমাদের দেশের শেয়ারবাজারে প্রভাব পড়ার কোন যৌক্তিকতা থাকতে পারে না। যারা এই খবরে অতি উৎসাহিত হয়ে বিনিয়োগ করছে, তাদের বলবো বুঝে শুনে বিনিয়োগ করার জন্য।
আজ ডিএসইতে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ লাখ ১০ হাজার ৯৩৫টি। যার বাজার মূল্য ১৮ কোটি ৩৯ হাজার টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ার দর ছিলো ৭১ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭০ পয়সায়।
আল-জাজিরার খবরে বলা হয়, আগে থেকেই লাফার্জহোলসিমের ব্যাপারে জল্পনা ছিল। এবার তা সত্য হতে চলেছে। রোববার আদানি গোষ্ঠী জানিয়েছে, কোম্পানিটি অধিগ্রহণ করার চুক্তি চূড়ান্ত করেছে তারা। এজন্য খরচ হবে সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার। আদানির হাতে সংশ্লিষ্ট সম্পত্তি ছাড়াও যাবে অম্বুজা সিমেন্টের ৬৩.১ শতাংশ।
আদানি গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আদানি পরিবার একটি সংস্থা মারফত অম্বুজা সিমেন্ট এবং সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম-এর পুরো অংশীদারিত্ব কিনে নেওয়ার জন্য চুক্তি করছে।
দীর্ঘদিন ধরে ব্যবসায় ধাক্কা খাওয়ার পরে গত মাসে ভারত ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল হোলসিম। আদানি গোষ্ঠীর দাবি, এটা এখন পর্যন্ত তাদের বৃহত্তম অধিগ্রহণ তো বটেই, সব থেকে বড় হাতবদল পরিকাঠামো ক্ষেত্রেও। ব্যবসা বেচতে আদিত্য বিড়লা গোষ্ঠীর আলট্রাটেক সিমেন্ট ও জেএসডব্লিউ গোষ্ঠীর সঙ্গেও কথা বলছিল হোলসিম।
এদিকে, কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়ার ৪৯ শতাংশ হাতে নেওয়ার কথাও জানিয়েছে আদানি এন্টারপ্রাইজেস। তাদের শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্কসের মাধ্যমে ওই শেয়ার কেনা হবে। তবে এই জন্য কত টাকা লগ্নি করা হবে, তা নিয়ে মুখ খোলেনি তারা।
ডিএসইর তথ্য থেকে জানা গেছে, সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৮৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৪ পয়সা।