সূচক টেনে নামানোর সর্বোচ্চ দায় ৬ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯৩ পয়েন্ট। সূচকের এমন পতনে সূচককে টেনে নামানোর সর্বোচ্চ চেষ্টায় ছিলো ছয় কোম্পানি। এই ছয় কোম্পানির দায়ে আজ ডিএসইর সূচকের পতন হয়েছে সাড়ে ৩১ পয়েন্ট। যা মোট পতনের ৩৪ শতাংশ। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে ওয়ালটন, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, গ্রামীণফোন, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বেক্সিমকো ফার্মা এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
সূত্রমতে, আজ ওয়ালটন হাইটেক সবচেয়ে বেশি সূচক টেনে নামিয়েছে। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৭.৫৯ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৫১ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৭.৫৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০০ ৯২টাকা ৮০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৯৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৫.৮৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০৪ টাকায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় তৃতীয় ছিল বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২.৮১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৫.০১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ টাকা ৯০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় চতুর্থ ছিল ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.০৭ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৪.৭৫ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪৭ টাকা ৭০ পয়সায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় ৫ম ছিল বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.০৭ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৪.২৬ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫১ টাকায়।
ডিএসইর সূচক টেনে নামানোর চেষ্টায় ৬ষ্ঠ ছিল স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৩৬ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৩.৯৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৭ টাকা ৫০ পয়সায়।
শেয়ারনিউজ, ১৮ মে ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |