বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে থাকা ৩০টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানিরই পতন হয়েছে। এর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারেরই সর্বোচ্চ দর কমে ক্রেতাশুন্য থেকেছে। কোম্পানিগুলোর মধ্যে রেকর্ড ডিভিডেন্ড, রেকর্ড ইপিএস ঘোষণার কোম্পানির সংখ্যাই বেশি। আর মৌলভিত্তির শেয়ারতো রয়েছেই।
কোম্পানিগুলোর মধ্যে মৌলভিত্তির কোম্পানি হিসাবে পরিচিত বেক্সিমকো লিমিটেড, ইসলামি ব্যাংক, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণফোন ও বেক্সিমকো ফার্মা।
কোম্পানিগুলোর মধ্যে তালিকাভুক্তির পর রেকর্ড ডিভিডেন্ড ও রেকর্ড মুনাফার কোম্পানিও রয়েছে। যেমন বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রভাতী ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার খুব নাজুক অবস্থায় উপনীত হয়েছে। এখন শেয়ারদর পতনে জাত-বিজাত নেই। দলবেঁধে সবাই পতনের গহ্বরে হুমড়ি খেয়ে পড়ছে। বরং লাগামহীন পতনের মৌলভিত্তি, রেকর্ড ডিভিডেন্ড রেকর্ড মুনাফার কোম্পানির শেয়ারদর বেশি হারাচ্ছে।
তবে তারা বলছেন, বাজার যখন ঘুরে দাঁড়াবে, এসব শেয়ার বেশি দৌঁড়াবে। তখন যে হারে কোম্পানিগুলোর দর পড়ছে, তারচেয়ে বেশি হারে দর উঠবে।