নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলো চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, আরামিট লিমিটেড ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের বোর্ডি সভা আগামী ২৩ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
আরামিট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বোর্ড সভা আগামী ২৫ মে দুপুর ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।