নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেড ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা।
আজ বৃহষ্পতিবার (১৯মে) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবের মাধ্যমে ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।
তবে ব্যাংকটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড মিটিং করা হয়েছিলো ১২ মে ২০২২। সেই বোর্ড মিটিংয়ের সভায় অনুমোদিত আর্থিক প্রতিবেদনটি ডিএসইতে প্রকাশ করা হয়েছে গত ১৬ মে। আজ আবারও সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ করা হলো। বিনিয়োগকারীরা বলছেন, এটিতো ১২ তারিখেই কর্মকর্তারা এভাবে প্রকাশ করতে পারতেন। এতোদিন পর এটি নতুন করে প্রকাশ করার যৌক্তিকতা থাকে না।
কোম্পানিটির প্রতিবেদন অনুযায়ী, বছরের এই তিন মাসে কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৮৮.৩২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১,০৩.৯২ কোটি টাকা।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৭১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩০ টাকা ৬৮ পয়সা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিতভাবে বর্ণনা করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা নানাবিধ প্রশ্ন ঊত্থাপন করেন এবং ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সে সকল প্রশ্নের যথাযথ ব্যাখ্যা ও উত্তর প্রদান করেন।