ঢাকা, বুধবার, ১৭ আগস্ট ২০২২, ১ ভাদ্র ১৪২৯
RSS RSS
  • পুঁজিবাজার বিষয়ক দেশের সর্বপ্রথম অনলাইন নিউজপোর্টাল
সর্বশেষ সংবাদ
উত্থানের বাজারে দুই খাতের পিছুটান ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান পাঁচ কোম্পা‌নির
  • প্রচ্ছদ
  • শেয়ারবাজার
  • অর্থনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • অনুসন্ধানী
  • অ্যানালাইসিস
  • সাক্ষাৎকার
  • বিনিয়োগকারীর কথা
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • জবস কর্নার
  • অন্যান্য
  • সম্পাদকীয়
  • প্রাইস সেনসেটিভ
প্রচ্ছদ » অনুসন্ধানী
Print

সীতাকুণ্ড অগ্নিকাণ্ড: পুনর্বীমা দাবি উত্থাপন হতে পারে ৪৫ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় বিমা কোম্পানিগুলোকে বড় অঙ্কের ক্ষতিপূরণ গুণতে হবে বলে মনে করছেন বিমা খাত সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত খুব অল্প সংখ্যক গ্রাহক বিমার দাবি উত্থাপন করেছে। তবে ৪৫টি বিমা কোম্পানির কাছে বিমা দাবি উত্থাপন হতে পারে বলে মনে করছেন বিমা খাতের সংশ্লিষ্টরা।

গত শনিবার (৪ জুন) রাত নয়টায় অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের এই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। এতে আহত হয়েছে আরো দুই শতাধিক। এছাড়াও রপ্তানির জন্য প্রস্তুতকৃত এবং আমদানি করা প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যদি ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

সাধারণ বিমা করপোরেশনের পুনর্বীমা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি তাদের অগ্নি বিমা পলিসি ইস্যু করা হয়নি। তবে ৪৫টি বেসরকারি বিমা কোম্পানির পুনর্বীমাকারী হিসেবে এই ঘটনার কারণে তাদের কাছে পুনর্বীমা দাবি উত্থাপন হতে পারে। তবে লোকসানের সীমা যদি পূর্ব নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি হয় তাহলে তাদের বিদেশী পুনর্বীমা কোম্পানির কাছ থেকে সেটা পূর্ণ করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি নিরূপণের পর দ্রুত বিমা দাবি নিষ্পত্তির আশ্বাস দিয়েছে বিমা কোম্পানিগুলো। অনলাইন মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণার পাশাপাশি এরইমধ্যে যেসব গ্রাহকের ক্ষতির সংবাদ এসেছে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিমা কোম্পানিগুলো।

প্রসঙ্গত, বিমা হলো নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা এবং এর মাধ্যমে ব্যক্তি বা বিমা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে মক্কেলের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। বাংলাদেশে সাধারণত দুই ধরনের বিমা করা হয়- জীবন বিমা ও সাধারণ বিমা।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত দু’টি এক্সপোর্ট ইন্স্যুরেন্স পলিসি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। ক্ষতিগ্রস্ত পলিসি দু’টির মধ্যে একটির বিমা অঙ্ক ১ কোটি ৩২ লাখ টাকা। এই পলিসির আওতায় থাকা সম্পদ পুরোপুরি ক্ষতিগ্রস্ত (টোটাল লস) হয়েছে। অপর পলিসির বিমা অঙ্কের পরিমাণ ৩২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৮ কোটি ৫৬ লাখ টাকা (১ ডলার= ৮৯.২৪ টাকা)। এর মধ্যে ১৫ লাখ মার্কিন ডলারের সম্পদ অক্ষত থাকলেও বাকী ১৭ লাখ মার্কিন ডলারের সম্পদের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে- বাকী সম্পদের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত দু’টি পলিসির গ্রাহকের সাথে কোম্পানিটির কথা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সম্পদের ক্ষতিপূরণ নিয়ে ভাবতে হবে না, আইন অনুসারে বিমা বিমা প্রাপ্যদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে প্রস্তুত রিলায়েন্স ইন্স্যুরেন্স।

সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে মৌখিকভাবে দু’টি বিমা পলিসির দাবি এসেছে। তবে এসব পলিসির বিমা অঙ্ক বা ক্ষতির পরিমাণ সংক্রান্ত খোন তথ্য এখনও আসেনি। লিখিতভাবেও কোন দাবি উত্থাপন হয়নি। বিমা দাবি সঠিকভাবে আসলে তা কোম্পানির পক্ষ থেকে তা পরিপালন করা হবে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোম্পানিটির কাছে কোন বিমা দাবি উত্থাপন হয়নি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের কাছে। কোম্পানিটির কাছে যদি কোন বিমা দাবি উত্থাপন হয়, তাহলে দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সীতাকুন্ড দুর্ঘটনায় হতাহত গ্রাহকদের বিমা দাবি ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধের উদ্যোগ নিয়েছে মেটলাইফ বাংলাদেশ। এরই প্রেক্ষিতে কোম্পানিটি বিমা দাবির জন্য অনলাইনে আবেদনের ঠিকানা প্রকাশসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেয়ার জন্য নিকটস্থ কাস্টমার টাচ পয়েন্ট বা সেলস অফিসের তথ্য দিয়েছে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের বিষয়ে বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, বিমার নিয়ম অনুসারে ঘটনাস্থল সার্ভে করা হবে। এক্ষেত্রে বিমা কোম্পানির পাশাপাশি পুনর্বীমা কোম্পানিও সার্ভেয়র পাঠাতে পারে। সার্ভেশেষে চূড়ান্তভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ হলে বিমা কোম্পানি গ্রাহকের দাবি পরিশোধ করবে। এক্ষেত্রে পুনর্বীমা করা থাকলে পুনর্বীমা কোম্পানি তার অংশ পরিশোধ করবে।

শেখ কবির বলেন, আমরা আশা করছি সীতাকুন্ড দর্ঘটনাটি সঠিকভাবে তদন্ত হবে এবং চূড়ান্তভাবে ক্ষতি নিরূপনের পর সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলো যথাসময়ে তাদের দাবি পরিশোধ করবে।

বিআইএ প্রেসিডেন্ট আরও বলেন, যদি কোন বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গ্রাহকের প্রাপ্য বিমা দাবি পরিশোধ করতে না চায় সেক্ষেত্রে এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তাতেও যদি সমাধান না আসে তাহলে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র কাছে সংশ্লিষ্ট বিমা গ্রাহক অভিযোগ করলে তারা আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২২

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির

অর্ধবার্ষিকীতে ক্যাশ ফ্লো কমেছে ১৪ বিমার

অর্ধবার্ষিকীতে ক্যাশ ফ্লো বেড়েছে ২৩ বিমার

এক মাসে শেয়ারবাজার ছেড়েছে ২ লাখের বেশি বিনিয়োগকারী

ইতিহাসে এক নতুন অধ্যায়: শেয়ারবাজারে আসছে ৩ লাখ কোটি টাকার বন্ড

মুনাফা কমেছে বিমা খাতের ২০ কোম্পানির

অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ২০ বিমা কোম্পানির

অর্ধবার্ষিকে৮ ব্যাংকের ক্যাশ ফ্লো নেগেটিভ

অর্ধবার্ষিকেক্যাশ ফ্লো কমেছে ১২ ব্যাংকের

অর্ধবার্ষিকেক্যাশ ফ্লো বেড়েছে ১৩ ব্যাংকের

আর্থিক খাতে মুনাফা বেড়েছে ৪২ শতাংশ কোম্পানির

ক্যাশ ফ্লো কমেছে খাদ্য খাতের ১০ কোম্পানির

অনুসন্ধানী - এর সব খবর

http://www.sharenews24.com/
For Advertisement
সর্বশেষ খবর
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • কেনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলিয়াম রুতো
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • মা হতে চলেছেনবিপাশা বসু
  • কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাচ্ছে সোয়া ৪ লাখ অভিবাসী
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সরকারের ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকার বেশি
  • যুদ্ধের মধ্যে তেল বেচে সৌদি আরামকোর দ্বিগুণ লাভ
  • শেয়ারবাজার
  • উত্থানের বাজারে দুই খাতের পিছুটান
  • ক্যাশ ফ্লো কমেছে জ্বালানি খাতের ১৩ কোম্পানির
  • উত্থানের বাজারেও ফ্লোর প্রাইসে সাড়ে ৫ ডজন শেয়ার
  • জেগে উঠেছে পাঁচ খাতের শেয়ার
  • উত্থানের বাজারে ভিন্ন মেজাজে গ্রামীনফোন
  • শেয়ারবাজারে কর্পোরেট গর্ভনেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • প্রভিশন ঘাটতির চাপে শেয়ারবাজারের ৫ ব্যাংক
  • মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
  • সূচক টে‌নে ধরার স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পানি
  • বাজার উত্থানে স‌র্বোচ্চ অবদান পাঁচ কোম্পা‌নির
  • ব্লক মার্কেটে ছয় কোম্পানির বড় লেনদেন
  • শেয়ারবাজারে ফিরছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার
  • মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছে যেসব কোম্পানি
  • পদ্মা অয়েলের সাথে এশিয়াটিক অয়েলের চুক্তি সই
  • দুই কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ
  • সূচকের উত্থানে চলছে লেনদেন
  • সি অ্যান্ড এ টেক্সটাইলের পরীক্ষমূলক উৎপাদন শুরু
  • আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের রোড শো
  • প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি
    নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন)
    বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০।
    মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]

    বিজ্ঞাপন | DMCA.com Protection Status

    Copyright © 2011 - 2022 Sharenews24.com. Developed by Green Tech Solution