গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল
নিজস্ব প্রতিবেদক: প্রতিবেশী দেশ উরুগুয়েকে একচেটিয়াভাবে পরাজিত করেছে ব্রাজিল। উরুগুয়েকে গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল। উরুগুয়ে একটিও শোধ করতে পারেনি।
রোববার ঘরের মাঠ কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে উরুগুয়েকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে ব্রাজিল।
ব্রাজিলের মার্কোস লিওনান্দ্রো ৭ গোলের মধ্যে একাই করেন ৪টি। বাকি ৩টি গোল আসে ভিতর রক, কাইকি আর জাদের পা ছুঁয়ে।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা সেলেসাওরা দ্বিতীয়ার্ধে দেয় আরও ৪ গোল।
দুই দলের মধ্যে অনুষ্ঠিত খেলার ১২ মিনিটের মাথায় দারুণ সুযোগ পায় ব্রাজিল। সাইওর শট একটুর জন্য জালে জড়ায়নি।
এন্ডারসন দোয়ার্তের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক। এরপর উরুগুয়ে থেকে ধারালো কোনো আক্রমণ দেখা যায়নি।
খেলাজুড়ে বলের বেশিরভাগই ছিল উরুগুয়ের ডি-বক্সে। একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন সেলেকাওরা। সফল হয়েছে ৭বার। শিরোপা জয়ের পথে অপরাজিত থেকেছে ব্রাজিল।
টুর্নামেন্টের তিন ম্যাচের সবকটিতে জিতেছে ব্রাজিল। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার, গোল হজম করেছে মাত্র ৩টি।
শেয়ারনিউজ, ১৩ জুন ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |