নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ওয়েস্ট উইন্ডিজের টেস্ট অধিনায়ক নিকোলাস পুরান।
হতাশা ভুলতে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন পুরান। পূর্ণাঙ্গ সফরে এখন উইন্ডিজে রয়েছেন সাকিব-তামিমরা।
আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে পুরান নেই। তবে বাংলাদেশের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ তার নেতৃত্বেই খেলবে স্বাগতিকরা।
পাকিস্তানের কাছে অনেক কিছু শিখেছেন জানান পুরান। পুরানের ভাষায়, ‘শেষ দুটি ম্যাচ আমাদের জন্য বেশ হতাশার। আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল। তবে দল হিসেবে আমরা মন্দ খেলিনি। পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’ বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে সেটা কাজে চান বলেও জানান পুরান, ‘আর কিছুদিন পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। এ সিরিজটির দিকে আমরা তাকিয়ে আছি। আশা করছি, পাকিস্তান সিরিজে পাওয়া অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে।’