নিজস্ব প্রতিবেদক: বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আজ আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠানের। আজ সন্ধ্যায় সন্ধ্যায় সংগীত পরিবেশ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট।
রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ চত্বরে কনসার্টটি হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত। বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকা কনসার্টটি ‘আগে আসলে আগে’ ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে।
আলিয়ঁস ফ্রঁসেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে বন্যাদুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা হবে।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে আরেকটি আয়োজন আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের এবারের আয়োজনের স্লোগান ‘বিশ্বজনের বিচিত্র গান/ এক সপ্তকে বেঁধেছে প্রাণ’।
শিল্পকলা একাডেমিতে বেলা ৩টায় শিল্পী সমাবেশ দিয়ে শুরু হবে অনুষ্ঠান। বিকেল ৪টায় আয়োজন আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন লোকশিল্পী আকরামুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনায় অংশ নেবেন সুরকার শেখ সাদী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমন্বয় পরিষদের সহসভাপতি শিল্পী মাহমুদ সেলিম, স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
সংগীত দিবসের তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দলীয় সংগীত, একক সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। দলীয় গানে অংশ নেবে সুরের ধারা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নিবেদন, গীতশতদল, সংগীত ভবন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, বিশ্ববীণা, সপ্তরেখা একাডেমি, বাঁশুরিয়া, লোকাঙ্গণ, মহীরূহ, নির্ঝরিণী একাডেমি।