নিজস্ব প্রতিবেদক: বন্যার আতঙ্কে শেয়ারবাজারে চলছে বড় পতন। চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকের পতন হয়েছে ১৯ পয়েন্ট। পরের দিন সোমবার পতন হয়েছে ৪৯ পয়েন্ট। আজ তৃতীয় কর্মদিবসে পতন থেমেছে ৪৫ পয়েন্ট। তিন দিনে সূচক কমেছে ১১৩ পয়েন্ট। পতনের ধাক্কায় লেনদেনের নেতৃত্বে থাকা কোম্পানিও বেসামাল হয়ে ক্রেতাহীন হয়ে পড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিরই পতন হয়েছে। এর মধ্যে ৪ কোম্পানিই সর্বোচ্চ দর কমে ক্রেতাশূন্য থেকেছে।
কোম্পানি ৪টি হলো- জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিক, প্রাইম ইন্সুরেন্স ও বাংলাদেশ শিপিং করপোরেশন।
আজ জেএমআই হসপিটালের ২১ লাখ ৭৩ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮ লাখ ১৭ হাজার টাকা। কোম্পানিটি আজ ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। আগের দিন সোমবার কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ৮৮ টাকা ৬০ পয়সায়। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১.৯১ শতাংশ। শেষবেলায় কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের আজ ৩২ লাখ ৫ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৫ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা। আগের দিন সোমবার কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ৫০ টাকা ৪০ পয়সায়। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৪৯ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা বা ১.৯৮ শতাংশ। আজ দিনের প্রায় মধ্যভাগ থেকেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়।
ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বিমা খাতের প্রাইম ইন্সুরেন্স। আজ দিনভর কোম্পানিটির ১৩ লাখ ৩২ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১২ কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকা। আগের দিন সোমবার কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ৯২ টাকা ৯০ পয়সায়। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৯১ টাকা ১০ পয়সায়। দিনশেষে আজ কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ১.৯৩ শতাংশ। শেষবেলায় সেল প্রেসারে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে ক্রেতাশূন্য হয়ে পড়ে।
ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় দশম অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের আজ শেয়ার লেনদেন হয়েছে ৮ লাখ ৪১ হাজার ১২৮টি। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার টাকা। আগের দিন সোমবার কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল ১২০ টাকা ১০ পয়সায়। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ১১৭ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির শেয়ারদর কমেছে আজ ২ টাকা ৪০ পয়সা বা ১.৯৯ শতাংশ। লেনদেনের প্রথমদিকে কোম্পানিটির শেয়ারদর কিছুটা ঊধর্বমুখী থাকলেও শেষদিকে নিম্নমুখী হয়ে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা স্পর্শ করে হল্টেট হয়ে যায়। প্রথমদিকে শেয়ারটিতে ক্রেতাদের চাপ লক্ষ্য করা গেলেও শেষদিকে বিক্রেতাদের আধিপত্যই লক্ষণীয় ছিল।