নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানির মধ্যে ৮টি কোম্পানিরই পতন হয়েছে। এর মধ্যে ক্রেতাহীন অবস্থায় লেনদেন হয়েছে দুই কোম্পানির। কোম্পানি দুটি হলো: শাইনপুকুর সিরামিকস ও ব্র্যাক ব্যাংক।
শাইনপুকুর সিরামিকস ডিএসইতে আজ লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ স্থান দখল করেছে। কোম্পানিটির আজ ৫৩ লাখ ২৯ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৯৫ লাখ ১৬ হাজার টাকা। আগের দিন মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সায। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকা ৫০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ১.৮২ শতাংশ কমেছে। সর্বনিম্ন দরে আজ কোম্পানিটির হাজার হাজার বিক্রেতার অফার থাকতে দেখা যায়।
এদেক ব্র্যাক ব্যাংক ছিল শীর্ষ লেনদেন তালিকার ৮ম কোম্পানি। আজ কোম্পানিটির ২৯ লাখ ২৭ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১১ কোটি ১৭ লাখ ৭৯৯ হাজার টাকা। আগের দিন মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। আজ সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮ টাকা ১০ পয়সা। এই হিসাবে কোম্পানিটির শেয়ারদর ৭০ পয়সা বা ১.৮০ শতাংশ কমেছে। সর্বনিম্ন দরে আজ কোম্পানিটির হাজার হাজার ক্রেতার শেয়ার বিক্রির অফার ছিল। কিন্তু বিপরীতে শেষ পর্যন্ত ক্রেতারা নিখোঁজ ছিল।