নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি পরিস্থিতি ঘোষণা করা হবে কিনা তা নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, এই রোগটি পশ্চিমা দুনিয়ায় আঘাত হানার পরই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোস আধানম ঘেব্রেয়েসাস সাম্প্রতিক মাঙ্কিপক্স কমপক্ষে ৪০টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। অথচ কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় দশকের পর দশক ধরে এই রোগে আক্রান্ত মানুষদের নিয়ে কোনো উচ্চবাচ্চ্য হয়নি। এসব দেশে মাঙ্কিপক্সের একটি সংস্করণে শতকরা কমপক্ষে ১০ ভাগ মানুষ মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নিশ্চিত করেছে যে, কমপক্ষে ৪২টি দেশে কমপক্ষে ৩৩০০ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শতকরা ৮০ ভাগের বেশি আক্রান্ত হয়েছেন ইউরোপে। অন্যদিকে এ বছর আফ্রিকায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪০০ মানুষ। এর মধ্যে ৬২ জন মারা গেছেন।