নিজস্ব প্রতিবেদক: ভারতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত।
লাফিয়ে লাফিয়ে বাগায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে করোনা সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২৪ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে।
বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯৪ জন। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, ভারতের মোট পাঁচটি রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৯০ জন।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। আরেক দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন। হরিয়ানাতেও একদিনে ৮৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণও রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৫ জন। তবে সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনেই রাজ্যে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ।