নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি করপোরেশনের পরাজিত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, সম্প্রতি আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, ধৈর্যের সীমা অতিক্রম করলে আমিও সব কিছু ফাঁস করে দেব।
তিনি দাবি করে বলেন, ‘যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা কি ধোয়া তুলসী পাতা?’
শনিবার সন্ধ্যায় বিএনপির সাবেক নেতা প্রয়াত মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীরপ্রতীকের ১৬তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপি প্রয়াত নেতা কর্ণেল আকবর হোসেনের কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পারের বাসভবনে এই মিলাদ এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
এর আগে শুক্রবার নিজাম উদ্দিন কায়সারের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রয়াত আকবর হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতাকর্মীরা সাক্কুর সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন।
সেই সমালোচনার জবাবে বিএনপ্রি বহিস্কৃত নেতা সাক্কু বলেন, ২০২৩ সালে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আমি প্রার্থী হব। আগামী কুরবানির ঈদের পর আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে অংশ নেব।
অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল হক ভূঁইয়া স্বপন, সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকুসহ দলীয় নেতারা বক্তব্য দেন।
বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা কর্ণেল আকবর হোসেন কুমিল্লা সদর আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।