নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আজ রোববার রাতে এক প্রজ্ঞাপনে সেতু বিভাগ জানিয়েছে, ‘আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পুনোরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন। আজ ভোর ৬টা থেকে সর্বসাধারণের চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। প্রথাম দিন সেতু পার হতে হাজার হাজার মোটরসাইকেলের ভিড় দেখা যায়। এই কারণে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হল।