তবে ঢাকাই এই নায়িকার শুভেচ্ছা বার্তাটা একটু ভিন্ন রকম। সবাই যেখানে অভিনন্দনে ভাসাচ্ছেন আলিয়াকে, সেখানে মাহি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আলিয়া, আমি ঈর্ষান্বিত’।
মাহির এমন বার্তা আরও গভীর করেছেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মন্তব্য করেছেন, ‘তোর শিগগিরই হবে।’
কিন্তু এই মন্তব্যের বিপরীতে মাহি লিখেছেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ, আমার হবে না।’