নিজস্ব প্রতিবেদক: সরকার রাইস ব্র্যান তেল রপ্তানি উন্মুক্ত করেছে। গত বুধবার এক আদেশে ধানের কুঁড়া থেকে তৈরি এই ভোজ্যতেলের ওপর থাকা রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে ২৪ মে, ২০২২ তারিখে সয়াবিন, পাম অয়েলসহ ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে রাইস ব্র্যান তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে।
এখন বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ভোজ্যতেলের দাম কমে আসায় এবং স্থানীয়ভাবে রাইস ব্র্যান তেলের তেমন চাহিদা না থাকায় আজ ১ জুলাই-এর রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।
এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত রাইস ব্র্যান তেল উৎপাদনকারী কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন, রপ্তানির সুযোগ অবারিত করার সিদ্ধান্ত তাঁদের জন্য ইতিবাচক। তবে অভ্যন্তরীণ বাজারে এই তেলের জনপ্রিয়তা সৃষ্টি করার উদ্যোগও সরকারকে নিতে হবে বলে তিনি মনে করেন।
জানা যায়, বর্তমানে দেশে বেশ কয়েকটি কোম্পানি রাইস ব্র্যান তেল উৎপাদন করে বাজারজাত করছে। তারমধ্যে রশিদ অয়েল মিল হোয়াইট গোল্ড নামে এই তেল বাজারজাত করে। এমারেল্ড অয়েল নতুন করে বাজারজাত শুরু করেছে স্পন্দন নামে। কেবিসি এগ্রো প্রোডাক্টস, মজুমদার প্রোডাক্টস অপরিশোধিত রাইস ব্র্যান উৎপাদন করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ১৮ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর সিংহভাগই সয়াবিন ও পাম অয়েল আমদানির মাধ্যমে মেটানো হয়।
তথ্য অনুযায়ি, স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা, রাইস ব্র্যান, সূর্যমুখীর মাধ্যমে সর্বোচ্চ ২ লাখ টনের সরবরাহ আসে।