নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থবছরের তুলোনায় বিদায়ী অর্থবছরে বন্ড ইস্যু করে তহবিল সংগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যার ফলে ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ ২০২০-২১ অর্থবছরের তুলনায় কমেছে ৫৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে গত অর্থবছরে তুলোনায়। কারণ বন্ড মার্কেটকে গতিশীল করতে এবং ইক্যুইটির উপর শেয়ারবাজারের নির্ভরতা কমাতে প্রচুর পরিমাণে বন্ড অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্র জানায়, গত বছর বাজার নিন্মমূখী থাকায় নতুন আইপিওর সংখ্যা কমানোর জন্য বিএসইসিকে অনুরোধ করেছে স্টেকহোল্ডাররা। কারণ আইপিও সাবক্রাইবের সময় বাজারে শেয়ারের চাহিদা কম থাকে। এতে করে বাজারের অর্থের সরবরাহ কমে যায়। যার কারণে বাজার খারাপ হয়।
বিএসই সূত্র জানায়, ২০২২ সালে শেয়ারবাজারে আটটি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। কোম্পানগুলো বাজার থেকে আইপিওর মাধ্যমে ৬৯৯ কোটি ৩৬ লাখ টাকা সংগ্রহ করেছে। এর আগে ২০২১ সালে আইপিওর মাধ্যমে ১৬টি কোম্পানি বাজার থেকে ১৬১০ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছিল। অর্থাৎ গত অর্থবছরের তুলোনায় আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ কমেছে ৯১১ কোটি ২৪ লাখ টাকা বা ৫৭ শতাংশ।
ডিএসইর তথ্য অনুসারে, ২০২১-২২ অর্থবছরে শেয়ারবাজার থেকে সবচেয়ে বেশি মূলধন সংগ্রহ করেছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি বাজার থেকে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করেছে। আর দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ অর্থ সংগ্রহ করেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। প্রথিষ্ঠানটি বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে।
এছাড়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, একমি পেস্টিসাইডস, থাই ফুড অ্যান্ড বেভারেজ এবং জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং গত অর্থবছরে আইপিওর মাধ্যমে বাজার থেকে মূলধন সংগ্রহ করেছে।
এদিকে, ছয়টি কোম্পানি অর্থবছরে বন্ড ইস্যু করে ২,৯০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে।
অধিকন্তু, বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইসতিসনা - বাংলাদেশে বেসরকারি খাতের সংস্থার প্রথমবারের মতো সম্পদ-সমর্থিত নিরাপত্তা - সংগ্রহ করেছে ৩০০০ কোটি টাকা, যার মধ্যে ২,৫৭৫ কোটি টাকা বন্ডের ব্যক্তিগত প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এবং ৪২৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে পাবলিক অফারের মাধ্যমে।