নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু উদ্বোধনের পর আজ প্রথমবারের মতো সেতুর ওপর দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে অনেকদিন পর নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তাদের দুজনকে সঙ্গে নিয়ে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট-এ নৃশংস হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু পরিবারের অন্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও তার সন্তানরা।
প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুর জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন। আজ বিকেলেই টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।