চীনে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে ইস্টার্ন কেবলস
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন কেবলস লিমিটেড চীনে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, কোম্পানিটি চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশনের কাছে অ্যালুমিনিয়াম তার সরবরাহ করবে।
ইস্টার্ন কেবলস এই বিষয়ে চায়না ন্যাশনাল টেকনিক্যালের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
কোম্পানিটি জানিয়েছে, সরবরাহকৃত অ্যালুমিনিয়াম তারের মূল্য হবে ৪২ লাখ ইউএস ডলার।
শেয়ারনিউজ, ০৫ জুলাই ২০২২
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : রশিদ আহমেদ (মামুন) বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৭১৩৪১০৮১০, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |