নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের দুই বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ও গ্রামীণফোন লিমিটেডকে আজ মঙ্গলবার (০৫ জুলাই) একই পথে হাঁটতে দেখা গেছে। আজ কোম্পানি দুটির অবদানে ডিএসইর ব্রড ইনডেক্স বেড়েছে ১৪ পয়েন্ট। যা ডিএসইর মোট উত্থানের ৫৫.৪৪ শতাংশ। আজ ডিএসইতে মোট ২৫.২৫ পয়েন্ট বেড়েছে। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।
গ্রামীণফোন: আগের দুই দিন টানা ক্রেতা সংকটে থাকার পর আজ গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৮ টাকা ৫০ পয়সা বা ৩.০১ শতাংশ। এতে করে আজ ডিএসইর ব্রড ইনডেক্সে উত্থানে কোম্পানিটির অবদান ছিলো ১০.৬১ পয়েন্ট। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৬৫৫টি। যার বাজার মূল্য ছিলো ২৮ কোটি ৮৬ লাখ টাকা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১২.১৩ পয়েন্টে।
সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৬০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৯৪ পয়সা।
রবি: আগের দুই দিন বিক্রেতা সংকটে থাকার পর আজ রবি আজিয়াটার বিক্রেতা সংকট থেমেছে। তবু আজও কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী ধারায় থেকেছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১.৯২ শতাংশ। এতে করে আজ ডিএসইর ব্রড ইনডেক্সে উত্থানে কোম্পানিটির অবদান ছিলো ৩.৩৯ পয়েন্ট। যা ছিলো ডিএসইর ব্রড ইনডেক্স উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৫ লাখ ০৪ হাজার ৮৭১টি। যার বাজার মূল্য ছিলো ৫৬ কোটি ২৬ লাখ টাকা। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১৫.৯৪ পয়েন্টে।
সর্বশেষ প্রথম প্রান্তিকে (জানুয়ারি- মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ০৭ পয়সা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১৫.৯৪ পয়েন্টে।