নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে যাত্রা শুরু করেছে মীর আখতার হোসেন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান মীর সিকিউরিটিজ লিমিটেড।
আজ মঙ্গলবার (৫ জুলাই) মীর সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মীর নাসির হোসেন প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করে বলেন, ‘আমরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবো। বাংলাদেশের মতো দেশে নিজেকে চালিয়ে ব্যবসা করা বেশ কঠিন৷ তবুও আমরা চেষ্টা করেছি সৎভাবে সঠিকভাবে ব্যবসা পরিচালনার।’
তিনি বলেন, ‘মীর আখতারের পদচারণা বৃদ্ধি করার জন্যই আমরা মীর সিকিউরিটিজ এর যাত্রা শুরু করেছি। আমরা চাই একটা প্রাণবন্ত শেয়ারবাজার গড়তে৷ দেশের বর্তমান ইকোনমির তুলনায় যেমন পুঁজিবাজার দরকার আমরা তেমন বাজার গড়ে তুলতে পারিনি৷ এই দায় শুধু সরকারের নয়। সরকার, নিয়ন্ত্রণ সংস্থা, ডিএসই, সিএসই এবং বিনিয়োগকারীসহ সবাইকে এগিয়ে এসে বাজার গড়ে তুলতে হবে।’
মীর নাসির বলেন, কোম্পানির মান বুঝে বিনিয়োগ করুন। আমাদের দেশের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করে। ডিভিডেন্ড দেখে বিনিয়োগ করা বাজারের জন্য শুভ লক্ষণ নয়। দায়িত্ব সবার রয়েছে। আমরা সম্প্রতি সময়েও দেখেছি মার্কেটের নিম্নমানের বা বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর শেয়ারের দর বেড়ে চলেছে। বাজারে হুজুগে বিনিয়োগ করবেন না৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামা-ই জাহির, মীর আক্তার হোসেন লিমিটেডের চেয়ারম্যান সোহেলা হোসেন, মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালক মাহবুবা হোসেন, মীর টেলিকমের পরিচালক মাহরীন নাসির প্রমুখ।