নিজস্ব প্রতিবেদক: অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনতে ইংল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্টে বড় রান তাড়া করে জয়ে পেয়েছিল দলটি।
ইংল্যান্ডের জয় ঠেকাতে ভারতের প্রয়োজন ছিল ৭ উইকেট। কিন্তু এজবাস্টন টেস্টের পঞ্চম দিনে মাত্র দেড় ঘণ্টা ব্যাটিং করেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা।
জো রুট আর জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে এদিন আর কোনো উইকেট না হারিয়েই ৭ উইকেটের জয় পায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। এদিকে, নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড গড়েছে তারা। রেকর্ড গড়েছে ভারতও। টেস্টে এর আগে এত বেশি রানের পুঁজি নিয়ে কখনো হারেনি দলটি। এর আগে ১৯৭৭ সালে পার্থে ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩৩৯ রান করে জিতেছিল অস্ট্রেলিয়া।