নিজস্ব প্রতিবেদক : গত ৪৮ ঘণ্টার মধ্যে ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ তার সরকার থেকে পদত্যাগ করায় ব্যাপক চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়া উচিত। আগামী সপ্তাহে এই নির্বাচন প্রক্রিয়ার সময়-সীমা ঘোষণা দেওয়া হবে।
তিনি আরও বলেছেন, ‘স্পষ্টতই সংসদীয় কনজারভেটিভ পার্টির ইচ্ছা যে পার্টির একজন নতুন নেতা হওয়া উচিত এবং তাই একজন নতুন প্রধানমন্ত্রী হওয়া উচিত। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করব।’
আবেগতাড়িত হয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের জানতে চাই যে আমি বিশ্বের সেরা চাকরিটি ছাড়তে গিয়ে কতটা বেদনার্ত। কিন্তু ছাড়তে তো হবেই।’