নিজস্ব প্রতিবেদক: মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম। টি-টোয়েন্টি দলের অধিনায়ক তিনি। যদিও জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নূরুল হাসান সোহানের কাঁধে।
কিন্তু দুই ম্যাচ খেলেই ইনজুরিতে ছিটকে পড়েন নূরুল হাসান সোহান। সিরিজের শেষ ম্যাচে দলনেতা করা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। কিন্তু সেই ম্যাচে মাহমুদুল্লাহকে ফেরানো হয় একাদশে। মনে করা হচ্ছিল তিনি হয়তো সেই ম্যাচেই ২০ ওভারের ক্রিকেটকে অবসর বলে দিবেন। কিন্তু তা হয়নি!
জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের অগোচরে কোচের দাবিতে তাকে বিশ্রাম থেকে দলে ফেরানো হয়। এমন নাটকে প্রশ্ন ওঠে তিনি থাকতে কেন সৈকত অধিনায়ক!
এবার তাকে নিয়ে আরেক নাটকের প্লট তৈরি হয়। বলা হচ্ছিল এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি দলের নয়া অধিনায়ক হতে পারেন সাকিব আল হাসান।
কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার বলেছেন, মাহমুদুল্লাহসহ চারজন আছেন দলনেতা হিসেবে তাদের বিবেচনায়। এবার প্রশ্ন তাকে নিয়ে এই নাটকের শেষ আসলে কোথায়!
বিসিবি সভাপতি বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে চারজনের নাম আসছে। সেখানে সাকিবও আছে, রিয়াদও আছে। সোহান লিটনের নামও এসেছে। দল আর ক্যাপ্টেনের একটা তালিকা হয়েছে। ওনারা কথা বলে তারপর জানাবে। আগে তো জানতে হবে কে হতে চায় কে চায় না। যে চারটা নাম এসেছে এরমধ্যে একজন না করেছে।’
বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে রাজি নয় লিটন দাস। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই তিনি বিসিবিকে না বলে দিয়েছেন। অন্যদিকে সোহান ইনজুরিতে। যতটা জানা গেছে তার আঙ্গুলের যে অবস্থা তাতে এশিয়া কাপে খেলাই অনিশ্চিত।
বাকি রইলো সাকিবের নাম, তিনি যদি রাজি থাকেন তাহলে বিসিবি আর অন্য কাউকে নিয়ে ভাববেই না। তবে সেটি না হলে আর কোনো পথ না পেয়ে রিয়াদকেই নেতৃত্বে বহাল রাখতে হবে।
অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাহমুদুল্লাহকে দলে ফেরানোতে নাখোস বিসিবি কর্তারা। তার খেলার বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘রিয়াদের ইনক্লুশন আমি তো জানি না। আমি জেনেছি যখন ঘোষণা করে দিয়েছে। সোহানের রিপ্লেসমেন্টটা ওদের কাছে ছিল না তাই!’ এ ছাড়া আসন্ন এশিয়া কাপে নাজমুল হাসান নিজেই দলের সঙ্গে থাকবেন বলেও জানান। তিনি বলেন, ‘এবার এশিয়া কাপে যাব, টিমের সঙ্গে থাকবো। দেখবো কি হয়। আগামী এক বছরের মধ্যে আমরা একটা ভালো জায়গায় যাব। হতে পারবো কিনা জানি না।’