নিজস্ব প্রতিবেদক: টি-২০ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে ৩০৩ রান সংগ্রহ করেছে। টপ অর্ডারের চার ব্যাটার নির্ভার ব্যাটিং করেছেন। জিম্বাবুয়ের বোলারদের ওপর কর্তৃত্ব করেছে বাংলাদেশ।
বাংলাদেশের তামিম-লিটন এবং এনামুল ও মুশফিক ফিফটি করেছেন। তাদের ব্যাটে ভর করে প্রথম ওয়ানডে ম্যাচে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
জয় পেতে হলে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য টপকে রেকর্ড ভাঙতে হবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের বেশি টপকে জয়ের রেকর্ড নেই তাদের। এই ৩০৩ রান অবশ্য বাংলাদেশের দলেরও রেকর্ড।
হারারেতে এর আগে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩০২ রান, যা ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিল তামিমের দল।