ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
Sharenews24

লিগ্যাসিতে বেড়ে চলেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

২০২৩ আগস্ট ০৯ ১৮:৩৬:৫৪
লিগ্যাসিতে বেড়ে চলেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডে বেড়ে চলেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, চলতি বছর ৩০ জুন ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ছিল ৯.৭৫ শতাংশ। একমাসের ব্যবধানে ৩১ জুলাই ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বেড়ে দাঁড়িয়েছে ২০.৯৮ শতাংশে। অর্থাৎ মাত্র একমাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১.২৩ শতাংশ।

অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার সংখ্যা কমতে শুরু করেছে। জুন মাসে শেষে যেখানে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছিল ৬০.২৫ শতাংশ শেয়ার। সেখানে এক মাসের ব্যবধানে ১১.২৩ শতাংশ শেয়ার কমে অবস্থান করছে ৪৯.০২ শতাংশে।

২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিগ্যাসী ফুটওয়্যার গত ২০২১ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যদিও পরের বছর ২০২২ সালে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় কোম্পানিটি।

শেয়ারনিউজ, ০৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে