দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ (ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ) বাড়লে এ মার্কেট আরও বেগবান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত তিন দিনের ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ২০১৬ সালের তিন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন বিএসইসির চেয়ারম্যান। পুরস্কার প্রাপ্তরা হলেন- ইলেক্ট্রনিক মিডিয়ায় টেলিভিশনে পুরস্কার পেয়েছেন বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ, প্রিন্ট ক্যাটাগড়িতে শেয়ার বিজের রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজ২৪ডট কমের সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেন, দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের অবদান বাড়াতে এ মার্কেটের আকার আরও বড় করতে হবে। এ লক্ষে আমাদের নজর এখন বিদেশি বিনিয়োগের দিকে। আমরা চাচ্ছি শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ আরও আসুক। এতে দেশের অর্থনীতিসহ শেয়ারবাজারের উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, এই পর্যন্ত গুটিকয়েক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের মার্কেটে লিস্টেড হয়েছে। এ লিস্টের সংখ্যা বাড়ানো জরুরী। মাল্টিন্যাশনাল কোম্পানি সংখ্যা বাড়াতে বিএসইসি কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের পুঁজিবাজারে রিটার্নের হার বেশি উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের মনে করে শ্রমে ঘামে তৈরি একটি কোম্পানি কেন সবার কাছে দিয়ে দিব। এটি তাদের ভুল ধারণা। এ ধারণা থেকে বের হতে হবে। পুঁজিবাজারে কোম্পানি তালিকাভুক্ত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ফিন্যান্স অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন। আলোচনায় অংশ নেন সিএসইর পরিচালক মো. ছায়েদুর রহমান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল। এসময় সিএসইর পরিচালক ছায়েদুর রহমান, বিএসইর কমিশনার মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, অধ্যাপক স্বপন কুমার বলা, মোহাম্মদ আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।