Print
প্রচ্ছদ » বিশেষ সংবাদঢাকা, ২১ জানুয়ারি ২০১৭:

পুঁজিবাজারের গড় লেনদেন ও সূচকের উত্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। এসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ থাকার কারণেই গত সপ্তাহের লেনদেনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস, অ্যাপোলো ইস্পাত এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ডিএসইর তথ্য পর্যালোচনা এসব তথ্য জানা গেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে সূচক ও লেনদেনের উল্লেখযোগ্য পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো)। আলোচ্য সময়ে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বিনিয়োগকারীরা এ কোম্পানির শেয়ারে হুমড়ি খেয়ে পড়েছেন। এ সময় কোম্পানিটির শেয়ারে সর্বোচ্চ ৪৫ হাজার ১৯২বার লেনদেন হয়। শুধু তাই নয়, এ ক্যাটাগরির এই কোম্পানিটি গত সপ্তাহের লেনদেনে টার্নওভারের শীর্ষেও রয়েছে। যার পরিমাণ ৩৯৬ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা এবং যা মোট টার্নওভারের ৪.৪৬ শতাংশ।

এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারে ২২ হাজার ৪৯৮ বার লেনদেন হয়েছে। একইভাবে কেয়া কসমেটিকসের ২০ হাজার ৩০৪ বার, অ্যাপোলো ইস্পাতের ২০ হাজার ২১২ বার এবং এনবিএল এর ১৯ হাজার ৫১৫ বার লেনদেন হয়েছে।