চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩ দশমিক ৮৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ শতাংশ। এ হিসেবে এডিপির বাস্তবায়নের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়নের হার বেড়েছে। টাকার অংকেও এডিপি বাস্তবায়ন বেড়েছে।
তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম দুই মাসে ৩ হাজার ৩৪৮ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিল; যা চলতি বছরের একই সময়ে বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৭৫৬ কোটি টাকায়। এ হিসেবে গত বছরের তুলনায় এবার এডিপিতে খরচের পরিমাণ ১ হাজার ৪০৮ কোটি টাকা বেড়েছে।