বেসিক ব্যাংকের ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশানা থানায় দায়ের করা মামলায় লোটাস স্টীল কর্পোরেশনের মালিক এ কে আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে আসামি এ কে আজাদের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪৪। এ কে আজাদ বেসিক ব্যাংক থেকে ছয় কোটি টাকা আত্মসাত করেছেন।
মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার প্রধান রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে আজাদকে গ্রেপ্তার করেন।