ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০১৬: আসন্ন ঈদুল আজহার ছুটিতে ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে যেসব ব্যাংক তাদের সেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে সেটিও নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের আদেশে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কার্যত ব্যাংকগুলো আর শাখার মাধ্যমে লেনদেন করবে না। ছুটির এই সময় বুথে, মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও পয়েন্ট অব সেল সেবা নিশ্চিত করতে হবে।
বুথে টাকা রাখতে হবে। যাতে কোনো গ্রাহক টাকা তুলতে এসে ফিরে না যান। একই সঙ্গে বুথের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শেয়ারনিউজ/আর.পি./২.১২