ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০১৬: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ৬১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এছাড়াও ৩ হাজার কোটি টাকার আরেকটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি অনুমোদিত হলে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্রিজি সেবা চালু করা যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘টেলিটকের নতুন অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে- নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে টেলিটককে বাজার প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক। কারণ, গ্রামে-গঞ্জে নেটওয়ার্ক না পেলে গ্রাহকরা বাধ্য হয়ে অন্য অপারেটরের সিম ব্যবহার করবে।’
গ্রাহকদের টেলিটকের সিম ব্যবহারের আগ্রহ আছে জানিয়ে তারানা হালিম বলেন, ‘২০১৮ সালের মধ্যে নেটওয়ার্ক পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে টেলিটক বাজারে প্রতিযোগিতা করতে পারবে।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দু’টি ডেটাকার্ড, ৯ টাকায় ৫০ মেগা বাইট (এমবি) এবং ১৯ টাকায় ১২৫ মেগা বাইটের উদ্বোধন করেন। এছাড়া, ফেইসবুকের এক ফলোয়ারের অব্যাহত অনুরোধে সাড়া দিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫০ টাকায় এক গিগা বাইট (জিবি) ইন্টারনেট ১ মাসের মেয়াদসহ চালুর জন্য টেলিটকের কর্মকর্তাদের বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ারনিউজ/এ.বি.আর/৫.৫৭