ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
Sharenews24

২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেছে ৫০ হাজার মানুষ

২০২৩ আগস্ট ১১ ১০:৩৯:২৩
২০২২ সালে যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করেছে ৫০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে যুক্তরাষ্ট্রে রেকর্ড ৫০ হাজার মানুষ আত্মহত্যা করেছেন, যা এর আগের বছরের তুলনায় ২.৬ শতাংশ বেশি। শুক্রবার (১১ আগস্ট) দেশটির সরকারি তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, গত বছর আত্মহত্যায় ৪৯ হাজার ৪৪৯ জন এবং ২০২১ সালে ৪৮ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। প্রতি লাখে আত্মহত্যা করেছেন ১৪.৯ জন, যা ২০১৮ সালের তুলনায় ৫ শতাংশ বেশি। ২০১৮ সালে প্রতি লাখে মৃতের সংখ্যা ছিল ১৪ দশমিক ২ জন।

সিডিসির তথ্য থেকে দেখা যায়, ২০২২ সালে আত্মহত্যায় মৃতদের অর্ধেকের বেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এ কাজ করেছেন।

এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ার বেসেরা বলেন, ১০ জনের মধ্যে ৯ জন আমেরিকান মানসিক স্বাস্থ্য সংকটের ভোগার কথা জানিয়েছেন। আত্মহত্যায় মৃত্যু নিয়ে সিডিসির প্রতিবেদন থেকে এর প্রমাণ মেলে।

মানসিক স্বাস্থ্য সংকটের সময় অন্য মানুষের সহযোগিতা চাওয়াকে এখনো অনেকে দুর্বলতার লক্ষণ বলে মনে করেন বলেও যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ারনিউজ, ১১ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে