ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০১৬: চাঁদা পরিশোধ না করায় ১৬৮ কোম্পানির সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বেসিসের নির্বাহী পরিষদের ২৩৪তম সভায় এসব কোম্পানির সদস্যপদ বাতিল করা হয়। প্রতিষ্ঠার পর এই প্রথম এত বেশি সংখ্যায় সদস্য ছাঁটল সফটওয়্যার প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠনটি।
সদস্যপদ বাতিল হওয়াদের মধ্যে ১০৩ সাধারণ সদস্য ও ৬৫ সহযোগী ক্যাটাগরির।
বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার জানান, এসব কোম্পানির অনেকের ৩ হতে ৭ বছর পর্যন্ত বকেয়া রয়েছে। অনেকের ব্যবসা নেই, নেই অফিস ঠিকানা। এমনকি একটি মেইল ঠিকানাও অ্যাক্টিভ নেই।
সংগঠনকে একটি নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বেসিস সভাপতি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী চাঁদা ১ বছর পর্যন্ত বকেয়া থাকতে পারে। সাধারণভাবে ফেব্রুয়ারির মধ্যে তা পরিশোধ করতে হয়। কিন্তু নির্বাচনের আগে বকেয়া পরিশোধ করে ভোটার হওয়া অলিখিত নিয়ম হয়ে গেছে।
মোস্তাফা জব্বার বলেন, বেসিস সদস্যদের এখন অনেক বেশি সক্রিয় হতে হচ্ছে। মাত্র এক মাসে ২৪টি স্ট্যান্ডিং কমিটির ২৩টি কমিটি বেসিস কার্যালয়ে সভা করেছে। ৪৫৭ সদস্য কোম্পানির প্রতিনিধি এসব সভায় অংশ নিতে বেসিসে এসেছেন, নিজ নিজ অবস্থান হতে ভূমিকা রাখার চেষ্টা করছেন।
একই সভায় ২৬ কোম্পানিকে নতুন সদস্যপদ দেয়া হয়েছে। এর মধ্যে ১৪টি সাধারণ ও ১২টি সহযোগী ক্যাটাগরির সদস্য রয়েছে।