নিজস্ব প্রতিবেদক: অবিশ্বাসের চোখে তাকিয়ে আছেন হ্যামিল্টন মাসাকাদজা। মাত্রই তাদের হাতের মুঠো থেকে ফসকে গিয়েছে জয়। মিরপুরে জিম্বাবুয়ের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকত।
পুরো টপ অর্ডার যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গেছে, তখন দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মোসাদ্দেক ও আফিফ। এর মধ্যে ধ্রুব মাত্র দ্বিতীয় টি-টুয়েন্টি খেলতে নেমেছেন।
সেই তরুণ জুটিই হারতে দিল না বাংলাদেশকে। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন তারা।
আফিফ-মোসাদ্দেক বীরত্বে ১৭.৪ ওভারে ৭ উইকেটে ১৪৮ রান করেছে বাংলাদেশ। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান করে জিম্বাবুয়ে।
আফিফ-মোসাদ্দেক যখন জুটি গড়েন বাংলাদেশ তখন ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। হারের শঙ্কায় স্তব্ধতা নেমে এসেছে মিরপুরের গ্যালারিতে।
সেখান থেকে ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লেখেন আফিফ-মোসাদ্দেক। যার প্রধান নায়ক নিঃসন্দেহে আফিফ। সহ নায়ক মোসাদ্দেক। দুইজন মিলে ৪৭ বলে ৮২ রানের জুটি গড়ে নিশ্চিত করেন দলের জয়।
আফিফ যখন ব্যক্তিগত ৫২ রানে আউট হয়ে মাঠ ছাড়েন দল তখন জয় থেকে মাত্র ৩ রান দূরে। হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি মাত্র ২৪ বলে। একটি ছক্কা ও ৮টি চারে সাজানো ছিল তার স্বর্ণময় ইনিংসটি।
অপরপ্রান্তে মোসাদ্দেক অবশ্য অপরাজিত ছিলেন ৩০* রানে। তার ২৪ বলের ইনিংসটিতে ছিল ২টি ছক্কার মার।
এর আগে দলীয় ৬০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ১৯, মাহমুদউল্লাহ ১৪ ও সাব্বির রহমান ১৫ রান করেছেন।