নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেটের এ বছরের যাত্রা। এরপর বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপ শেষে ঘুরে এসেছে শ্রীলঙ্কা। এরপর আফগানদের সঙ্গে টেস্ট ও সবশেষে জিম্বাবুয়ে ও আফগানদের নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। অক্টোবরে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও তারা আসবে না। তবে নেই বিশ্রাম, পরের মাসেই আবার ভারত সফরে যাবে সাকিব বাহিনী।
পূর্নাঙ্গ সিরিজ খেলতে নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। এ সিরিজে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।
এ সফরে ৩ নভেম্বর টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ও ১০ নভেম্বর তৃতীয় টি-টুয়েন্টি খেলবে টাইগাররা।
এরপর ১৪ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ নভেম্বর প্রথম টেস্ট ও ২২-২৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে টেস্ট বিশ্বকাপ খ্যাত টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা।