ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
Sharenews24

আগস্টের ১১ দিনে ৭ হাজার ৫৭৪ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

২০২৩ আগস্ট ১৩ ১৭:৩৩:০০
আগস্টের ১১ দিনে ৭ হাজার ৫৭৪ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি আগস্ট মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (এক ডলার সমান ১০৯ টাকা ধরে) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ৫৭৪ কোটি ৪১ লাখ টাকা।

চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল দেশে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার (২ দশমিক ১৯ বিলিয়ন ডলার) । এটি একক মাস হিসেবে ছিল ৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি। তবে পরের মাস জুলাই মাসের শেষে কিছুটা কমে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের (১.৯৭ বিলিয়ন ডলার) প্রবাসী আয় আসে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

বাংলদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১১ দিনে ৬৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ১৯৬ কোটি ডলার বা ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে দেশে।

আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে এক কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৫০ হাজার ডলার।

তবে এ সময়ে ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব।

বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

শেয়ারনিউজ, ১৩ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে